ডিআইইউ বন্ধুসভার উদ্যোগে আইডি কার্ডের ফিতা ক্লিনিং ক্যাম্পেইন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো আইডি কার্ডের ফিতা ক্লিনিং ক্যাম্পেইন। ১৮ সেপ্টেম্বর ডিআইইউ বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী অংশ নেন এবং নিজেদের আইডি কার্ডের ফিতা পরিষ্কার করে নেন।
আইডি কার্ড প্রিন্টার ব্যবহৃত ফিতা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রিন্টারের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং আইডি কার্ডের মান উন্নত করে। অনেক দিন পরিষ্কার না করার কারণে ফিতা নোংরা হয়ে যায়। ডিআইইউ বন্ধুসভার পক্ষ থেকে আইডি কার্ডের ফিতা পরিষ্কারে উদ্বুদ্ধ করার জন্যই ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের আইডি কার্ড পরিষ্কার করার পাশাপাশি উপহার হিসেবে দেওয়া হয় চকলেট ও মাস্ক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান। তিনি বন্ধুসভাকে ধন্যবাদ জানান এই উদ্যোগ নেওয়ার জন্য। বন্ধুদের উদ্দেশে বলেন, তাঁরা যেন সমাজের উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাষ্ট্রেরও উন্নয়ন হয়, এমন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান তাহজীব-উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উচিত আইডি কার্ড ব্যবহারে সাবধানতা অবলম্বন করা। আইডি কার্ডের গুণগত মান ঠিক আছে কি না, সেদিকে লক্ষ রাখা। নিজের আইডি কার্ড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা।
বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, একটি আইডি কার্ড একজন শিক্ষার্থীর পরিচিতি বহন করে। তাই সবার উচিত, সেটা যত্ন করে রাখা।
কর্মসূচির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ডিআইইউ বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, দপ্তর সম্পাদক আইন কাজী ও স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী, সাংস্কৃতিক সম্পাদক মেহেনুর রহমানসহ অন্য বন্ধুরা।
বন্ধু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা