ঝিনাইদহ বইমেলায় পাঠকের চাহিদার শীর্ষে বন্ধুসভার স্টল

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ঝিনাইদহ বন্ধুসভার স্টলছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা একুশে বইমেলা আয়োজন করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এই মেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলায় ঝিনাইদহ বন্ধুসভার স্টলে রয়েছে বিজ্ঞানভিত্তিক, থ্রিলার, ইসলামিক, রাজনৈতিক, ভাষাসম্পর্কিত, ছোটদের গল্প, কবিতার বইসহ নানা ধরনের বই। বিভিন্ন বয়সী পাঠকের কথা চিন্তা করে এসব সাজিয়েছেন বন্ধুরা। অধিকাংশ বই প্রথমা প্রকাশনের।

ঝিনাইদহ বন্ধুসভার স্টল সাজিয়েছেন বন্ধু জান্নাতুল মাওয়া, জান্নাতুল তাজ ও প্রভাস শর্মা। ক্রেতা-বিক্রেতা নিয়ে প্রতিদিনই ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। লাইভ সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, পাঠকের চাহিদা অনুযায়ী সব ধরনের বইয়ে স্টল সাজানো হয়েছে। বন্ধুসভার স্টল বইমেলায় পাঠকের জন্য আলাদা চাহিদা তৈরি করতে পেরেছে। পাঠকেরা তাঁদের কাঙ্ক্ষিত বইটি খুঁজে নিতে প্রতিনিয়ত উঁকি দেন স্টলে।

ঝিনাইদহ বন্ধুসভার স্টল
ছবি: বন্ধুসভা

সভাপতি ফিরোজ আহাম্মেদ বলেন, ‘বইমেলা আমাদের জ্ঞানের মেলা। এ আয়োজনে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি, বাকি দিনগুলোও এভাবে উপভোগ্য হবে।’

পাঠক আতিকুল কবির বলেন, ‘বইমেলার বইগুলো দেখে ভালোই লাগছে। সবগুলোই কিনতে ইচ্ছা করে।’ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান বলেন, সৃজনশীল ও রুচিসম্মত বইয়ের জোগান দিচ্ছে প্রথম আলো বন্ধুসভার স্টল। প্রথমা প্রকাশনের বইয়ের কারণে এটা সম্ভব হয়েছে।

এ ছাড়া বইমেলায় বই বিক্রি ও স্টল পরিচালনায় সহযোগিতা করছেন বন্ধু বিপাশা আহমেদ, রাতুল হাসান, ফারদিন আহম্মেদ, রিক্ত হোসেন, আকিমুল ইসলাম, সুমী খাতুন, আসমা খাতুন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল তাজ, আবদুল ওহাব, মাসুম বিল্লাহ, লামিয়া শান্তা প্রমুখ। সমন্বয় করছেন জিসান আহাম্মদ।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা