জামালপুরে বন্ধুদের সবুজায়ন কর্মসূচি

গাছের চারা রোপণ করছেন জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে জামালপুর বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ২৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় জামালপুর সরকারি শিশু পরিবারের মাঠে বন্ধুরা গাছের চারা রোপণ করেন।

এর আগে ২৪ আগস্ট বন্ধুরা জামালপুর হর্টিকালচার সেন্টার ঘুরে ঘুরে বৃক্ষরোপণের জন্য সুলভ মূল্যে আম, গোলাপজাম, আমড়া, পেয়ারা, চালতা, বহেড়া, মেহগনি, গর্জন ও নিম গাছের চারা সংগ্রহ করেন। হর্টিকালচারের কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেওয়া হয় কোন গাছ কীভাবে রোপণ করতে হবে এবং পরিচর্যা কেমন হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বন্ধুদের রোপণ করা আগের গাছগুলো দেখিয়ে সবার উদ্দেশে বলেন, ‘এই ফলের গাছগুলো আপনাদের রোপণ করা। যেহেতু এই জায়গায় এতগুলো ফলের গাছ হয়েছে, তাই আমরা পরিকল্পনা করেছি এই জায়গাটুকুতে শুধুই ফলের গাছ লাগাব। প্রয়োজনে এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় বসব।’

তাঁর এই কথার পরিপ্রেক্ষিতে জামালপুর বন্ধুসভার উপদেষ্টা মহসিন কাকন বলেন, ‘যদি আপনারা এই জায়গায় এতিম শিশুদের জন্য আরও ফলের গাছ লাগানোর সিদ্ধান্ত নেন, তাহলে জামালপুর বন্ধুসভার বন্ধুরা অবশ্যই সেই উদ্যোগে পাশে থাকবেন।’

বৃক্ষ হাতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এরপর বন্ধুরা নির্দিষ্ট স্থানে গাছ লাগানো শুরু করেন। এবার ফলদ, বনজ ও ঔষধি— সব মিলিয়ে ১০০টি চারা রোপণ করা হয়েছে। রোপণের পর প্রতিটি গাছের সঙ্গে গাছের নাম ও বন্ধুসভার নাম ট্যাগ করে দেওয়া হয়।

জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আব্দুল্লাহ্ বলেন, ‘বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই নিজ নিজ বাসস্থানের আশপাশে যেখানে গাছ লাগানো যায়, সেখানে গাছ লাগাবেন। তবে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকবেন এবং সেই জায়গাগুলো অবশ্যই প্লাস্টিকমুক্ত করবেন।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামালপুর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, সহকারী তত্ত্বাবধায়ক আজিজুর রহমান, জামালপুর বন্ধুসভার সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, বন্ধু ফয়েজ ইসলামসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা