ফরাসি সাহিত্যিক লা রোশফুকোর ‘ম্যাক্সিম’ নিয়ে পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

ফরাসি সাহিত্যিক লা রোশফুকোর প্রবাদ-প্রবচন বিষয়ে লেখা বই ‘ম্যাক্সিম’ নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৭ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

বইটি বাংলায় অনুবাদ করেছেন চিন্ময় গুহ। পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ। তিনি বলেন, বাংলা ভাষার সূচনালগ্ন থেকেই সাহিত্যে প্রবাদ প্রবচনের দেখা পাওয়া যায়। লেখকেরা অনেক সময় সচেতনভাবে আলাদা করে প্রবাদ না লিখলেও তাঁদের কোনো কোনো বাক্য বা বাক্যাংশ প্রবাদের মর্যাদা পেয়েছে। প্রাচীনতম বাংলা সাহিত্যকীর্তি চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কালে রচিত সাহিত্যকর্মেও প্রবাদের দেখা মেলে। প্রবাদ এমন একটি বাক্যাংশ, যা নিরাভরণভাবে সত্যি কথাটি জনসমক্ষে প্রকাশ করে। মানবীয় অনুভূতি, উপলব্ধজ্ঞানের চরম সীমায় পৌঁছে একজন চিন্তাবিদ যে সত্য অনুধাবন করেন, যার বিকল্প খুঁজে পাওয়া যায় না, যা থেকে আর মুক্তি ঘটে না— তা–ই প্রবাদ।

ইংরেজি ভাষাতেও রয়েছে সাহিত্যের এই বিশিষ্ট রূপটির অনেক উদাহরণ। ফরাসি ভাষাতেও সাহিত্যের এই বিশিষ্ট অনুষঙ্গের নানান রূপ দেখা যায়। তার মধ্যে একটি হলো ম্যাক্সিম। অনেকের লেখায় বিচ্ছিন্নভাবে ম্যাক্সিমের দেখা মেলে। তবে স্বতন্ত্রভাবে ম্যাক্সিম লেখার জন্য যিনি বিখ্যাত হয়েছেন, তাঁদের মধ্যে ফরাসি সাহিত্যিক লা রোশফুকো অন্যতম। তাঁর বিখ্যাত ম্যাক্সিমগুলো বাংলায় অনুবাদ করেছেন চিন্ময় গুহ।

বইটি থেকে অনেক ম্যাক্সিম তুলে ধরেন বক্তা। এর মধ্যে রয়েছে সূর্য ও মৃত্যুর দিকে সরাসরি তাকিয়ে থাকা যায় না। সত্যিই যদি আমরা নির্দোষ হতাম, অন্যের দোষ দেখিয়ে অতটা উল্লসিত হতাম না। নিজেরা অহংকারী না হলে অন্যের অহংকার নিয়ে অভিযোগ করতাম না। প্রশংসা পাওয়ার জন্যই সাধারণত আমরা অন্যের প্রশংসা করে থাকি। সত্যিকারের প্রেম যতই দুর্লভ হোক, সত্যিকারের বন্ধুত্বের চেয়ে নয়। ম্যাক্সিমগুলো থেকে বোঝা যায়, একেকটির প্রবাদের মধ্যে কত গুরুত্বপূর্ণ অর্থবহ ভাব লুকিয়ে আছে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, আব্দুস সাত্তার, আয়েস উদ্দিন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাশরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক মেঘলা খাতুন, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিব ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফাতেমা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, শাকিল ইসলাম, বন্ধু আসেফ উৎস, সৈয়দ আমিরুল মোমেনীনসহ অন্যরা।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা