১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ বই নিয়ে পাঠচক্র করেছে সিলেট বন্ধুসভা। এদিন বিকেলে প্রথম আলোর সিলেট আঞ্চলিক অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে শেখ হাসিনার স্বজন হারানোর পর একাকিত্ব দিনের কথা, হারানোর ব্যথা, কীভাবে রাজনীতিতে নিজেকে যুক্ত করা এবং তাঁর ওপর বিভিন্ন সরকারের নির্যাতনের ইতিহাস নিয়ে আলোচনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাইমিন চৌধুরী ও দপ্তর সম্পাদক মিফতা হাসান। অন্য বন্ধুরা বঙ্গবন্ধুর জীবন ও তাঁর পরিবারের নানা অজানা ঘটনাবলির স্মৃতিচারণা করেন।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হৈমন্তী রানী দাসের সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, দেব দুলাল, ফারহান হক, দীপান্বিতা সেন ও ফয়সাল আহমেদ।
সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা