বিজয় দিবসে বন্ধুসভার নানা আয়োজন

বিজয়ের ৫১তম বর্ষপূর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজন ‘বিজয় উৎসব ২০২২’
ছবি: বন্ধুসভা

বিজয় আমাদের হাসতে শেখায়, বিজয় আমাদের স্বাধীনভাবে বাঁচতে শেখায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এটি বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। প্রতিবছর উৎসবমুখর আবহে দিবসটি উদযাপন করে আসছে দেশের সর্বস্তরের জনগণ। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের ৫১তম বর্ষপূর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সারা দেশের বিভিন্ন বন্ধুসভা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপন করে। ভোর সাড়ে ছয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বন্ধুরা। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘বিজয় উৎসব ২০২২’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে বিজয়ের গান, স্বাধীনতার কবিতা, নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে মুক্তমঞ্চ।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে প্রথম আলো চরের আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা। নোয়াখালী জেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে নোয়াখালী বন্ধুসভা। পরে বন্ধুদের নিয়ে প্রথম আলো নোয়াখালী অফিসে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধে বাঙালির চেতনা জাগরণ এবং বিজয়’ শীর্ষক আলোচনা সভা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা ও সিলেট বন্ধুসভা। পরে বন্ধুদের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেই সব শহীেদর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে মানিকগঞ্জ বন্ধুসভা। চট্টগ্রামের রাউজান উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাউজান বন্ধুসভা। নারায়ণগঞ্জ বন্ধুসভা নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে। জামালপুর জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জামালপুর বন্ধুসভা।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে ‘সাবাশ বাংলাদেশ’ শিরোনামে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।