ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কিশোরী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

‘দিদিরা স্বাস্থ্য নিয়ে ম্যালা ভালো উপকারী কথা বলল। কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যায়, তা লিয়ে পরামর্শ দিল। ইসব কথা বাড়িতেও কেউ বলিনি। অ্যাখন থেকে দিদিগের কথামতো চলব। আবার উপহারও দিয়েছে।’ কথাগুলো বলছিলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী দীপালি মুর্মু।

২ নভেম্বর ধনজইল উচ্চবিদ্যালয়ে গিয়ে দীপালিসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৫০ কিশোরী শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে নওগাঁ বন্ধুসভা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এ কাজ করেন বন্ধুরা।

নওগাঁ বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

কিশোরী শিক্ষার্থীদের উদ্দেশে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন নওগাঁ প্রাইম নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাপিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ধনজইল উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিমল কুমার, প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহুরী, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, সহসভাপতি বিষ্ণু কুমার, যুগ্ম সম্পাদক সুস্মিতা সাহা, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, বন্ধু নাফিস আরা, সানম সাব্বির, আবদুস সালাম প্রমুখ।

সহসভাপতি, নওগাঁ বন্ধুসভা