ছাত্র-জনতার অভূতপূর্ব গৌরবময় বৈষম্যবিরোধী আন্দোলন শুধু স্বৈরাচার পতনের আন্দোলন ছিল না, ছিল বৈষম্য নিরসনের মাধ্যমে সবার সম–অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন—এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ১১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
টিআইবির সঙ্গে দুর্নীতিবিরোধী শপথ আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে ‘তরুণোদয়ের নতুন আলোয়’ স্লোগানে এ অনুষ্ঠানে সারা দেশের অন্তত ৫৫টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু ও সুহৃদ অংশ নেন। বেলা আড়াইটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বন্ধুসভাকে শুভেচ্ছা জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এত দিন বন্ধুসভা সম্পর্কে কেবল ধারণা ছিল। আজ যা দেখলাম, তাতে নিজে অত্যন্ত সমৃদ্ধ হলাম। আমরা জানি, প্রথম আলো ভালো কাজের সঙ্গে থাকে। আর আপনারা সেই ভালো কাজ দেশব্যাপী করছেন।’
ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো বৈষম্য রয়ে গেছে। আবার কেউ কেউ ধর্ম, জেন্ডার, সংস্কৃতিচর্চা, সাম্প্রদায়িকতাসহ নানা ইস্যুতে দেশের মানুষকে বিভাজনের চেষ্টা করছে, যা বৈষম্যহীন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করতে পারে। এসব ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের অভীষ্ট অর্জনের অভূতপূর্ব সুযোগ পেয়েছি। সেই অভীষ্ট আমাদের অর্জন করতে হবে। বৈষম্যবিরোধী চেতনা আমাদের জীবন ও রাষ্ট্র পরিচালনের মূলধারায় প্রতিষ্ঠা করার আন্দোলন চলমান থাকবে। আশার কথা হচ্ছে, এই আন্দোলনের মূলধারার সঙ্গে আমরা সবাই সহযোদ্ধা।’ বক্তব্য শেষে তিনি বন্ধুসভার বন্ধুদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
তরুণেরা দুর্নীতিকে কীভাবে ‘না’ বলতে পারে এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারেন, এ বিষয়ে সেশন পরিচালনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি নিজে ভালো হই, তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ পাবেন। আর যদি নিজেরা ভালো না হই, তাহলে কিন্তু আপনি দুর্নীতি রোধ করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, তরুণেরা দুর্নীতিকে “না” বললে বাংলাদেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর করা সম্ভব।’ এ সময় উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্ন করেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম; আবার দর্শকেরাও বিভিন্ন প্রশ্ন করলে সেগুলোর উত্তর দেন।
বন্ধুদের উদ্দেশে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের সমন্বয়ক শাহরিন হক বলেন, ‘আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে নিজে থেকে দুর্নীতি করব না। কিন্তু যখন দেখি, পাশের জন বা পরিচিত কেউ দুর্নীতি করছে, তখন আমরা তাকে থামাই না। এ থামানোর ব্যাপারটা ভেতর থেকে আসতে হবে।’
এ আয়োজনে বৃক্ষরোপণ ও সহমর্মিতার ঈদ কার্যক্রমে সারা দেশের সেরা ২০টি বন্ধুসভাকে দেওয়া হয় সম্মাননা। আরও ১০টি বন্ধুসভাকে দেওয়া হয় সেরাদের সেরা স্বীকৃতি। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালো কাজের প্রতিযোগিতায় তিনটি বন্ধুসভাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। নানা আয়োজন আর গুরুজনের পরামর্শে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানে লাইফস্টাইল সহযোগী ছিল টুয়েলভ ক্লদিং, রিফ্রেশমেন্ট সহযোগী ইস্পাহানি, এন্টারটেইনমেন্ট সহযোগী চরকি ও নিউট্রিশন সহযোগী হিসেবে ছিল নিউট্রিপ্লাস।