ঈদের আগেই শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শিশুদের রঙিন জামা উপহার দেন বন্ধুরা। পাশাপাশি সবার হাত মেহেদির রঙে রাঙিয়ে দেওয়া হয়।
নব উদ্যম ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে এই শিশুদের তালিকা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী সদস্যসহ অন্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। একজন বয়স্ক নারীকেও শাড়ি উপহার দেন বন্ধুরা।
ফাতেমা নামের ১২ বছরের এক শিশু তার নতুন জামাটা নিয়ে খুশি প্রকাশ করে। তিন বছরের শিশু আলিয়া নতুন লাল জামা উপহার পেয়ে লজ্জায় মুখ লুকায়! ছেলেশিশুরাও মেহেদি হাতে দেওয়ার আবদার করে।
ঢাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আনমুন জেসমিন বলেন, ‘পথশিশুদের মুখে অকৃত্রিম হাসির ঝলক দেখে মনটা ভরে যাচ্ছে। এটাই আমাদের সার্থকতা।’
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাবি বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি খাদিজাতুল কোবরা, অর্থ সম্পাদক নিয়ন মনি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইশিতা জাহান, বইমেলা সম্পাদক আবরার আলভী, ম্যাগাজিন সম্পাদক আয়েশাতুন নূর শ্রাবণী, কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, নাফি বিন মামুন, জান্নাতুল ফেরদৌসসহ নব উদ্যম ফাউন্ডেশনের সদস্যরা।
সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা