গাইবান্ধা বন্ধুসভার উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার
এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা। ৯ মার্চ সদর উপজেলার চাপাদহ পাঁচজুমা জামে মসজিদ মাঠে স্থানীয় এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।
গাইবান্ধা বন্ধুসভার উদ্যোগে বন্ধুরা শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং একসঙ্গে ইফতার করেন। আয়োজনে স্থানীয় ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
বন্ধুরা বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদের পাশে থাকা। আমরা চাই, তারা যেন ভালোভাবে বেড়ে ওঠে ও সমাজের মূলধারায় আসতে পারে।’