২৩ ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা। সেখানে সুন্দরী বিবির মতো দরিদ্র আরও অনেকে শীতবস্ত্র নিতে আসেন।

কম্বল নিতে আসা লাইলি বেগম (৬০) নামের আরেক নারী বলেন, ‘আমরা আফনেরার লাইগা অনেক দোয়া করমু, আফনেরা শহর থেইকা গাঁও–গেরামে অত কষ্ট কইরা আমরার লাইগা শীতের কম্বল নিয়া আইছেন। টেহার জন্য কম্বল কিনতে ফারিনা। এই শীতে আফনাদের দেওয়া কম্বলডা আমার অনেক কাজে লাগব।’

কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি লুৎফুন্নেছা চিনু বলেন, শীতকাল কারও জন্য আনন্দের, আবার কারও জন্য খুবই কষ্টকর। হাওরে শীতের প্রকোপ একটু বেশি। সে জন্য অন্য এলাকার তুলনায় হাওরের অসহায় দরিদ্র মানুষের ভোগান্তিও বেশি। তাই আমাদের বন্ধুসভার পক্ষ থেকে হাওরে কম্বল বিতরণ করা শুরু হয়েছে। এভাবে পর্যায়ক্রমে কয়েক শ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে অতীতের মতো তাঁদের পাশে দাঁড়াবে কিশোরগঞ্জ বন্ধুসভা।’

এ সময় কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি তাফসিলুল আজিজ, উপদেষ্টা হোছেন আলমগীর, সহসভাপতি রিফাত ইসলাম, হোসাইন আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাবাবসহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।