জাককানইবি বন্ধুসভার সহমর্মিতার ঈদ; আনন্দ ও মানবতার মিলন
ঈদের আনন্দ সবার জন্য— এই বিশ্বাস ধারণ করে জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে জাককানইবি বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৮ মার্চ নিম্ন আয়ের ২০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের খাদ্যসামগ্রী পেয়ে অনেকে তাঁদের অনুভূতি প্রকাশ করেন। বয়স্ক এক নারী বলেন, ‘স্বামী নাই, কাজ নাই। এই সাহায্যটা দিয়া অনেক উপকার হইছে।’
আরেকজন বলেন, ‘আপনেগর লাইগ্যা দোয়া করি, আল্লাহ আপনেগরে আরও সামর্থ্য দেক।’
বন্ধুসভার বন্ধু, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. তরিকুল ইসলাম জনি, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদ হাসান, জাককানইবি বন্ধুসভার উপদেষ্টা সাকিবুল হাসান, সভাপতি আকিব হোসেন, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সহসভাপতি তামান্না ইয়াসমিন, কর্ণজয় ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক পিয়াল সাহা, অর্থ সম্পাদক অপু পাল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।
সভাপতি আকিব হোসেন বলেন, ‘বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা বেশ কিছু পরিবারের মধ্যে পর্যাপ্ত ঈদসামগ্রী দিতে পেরেছি। আগামীতে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার বলেন, ‘সবার হাতে ঈদসামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সবাইকে অনেক ধন্যবাদ, যাঁরা এই কাজে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছেন। আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সবাই মিলে ভাগ করে নেওয়া যায়। আসুন, সহমর্মিতার হাত বাড়িয়ে আরও সুন্দর ও সমবেদনাময় সমাজ গড়ে তুলি।’
বন্ধু, জাককানইবি বন্ধুসভা