শুধু সংবাদ প্রকাশ করেই প্রথম আলো দায়িত্ব শেষ করে না। প্রথম আলো জনমানুষের স্বার্থে পাশেও থাকে। দেশ গঠনে তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রথম আলোর সবচেয়ে বড় বিশ্বস্ততা হলো, তারা সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করে। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া বন্ধুসভা আয়োজন করেছে ‘পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। গতকাল বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
বিকেল চারটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক শহীদুল ইসলাম, কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন, কলাপাড়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক সজীব পাল, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজাউদ্দিন, সংগঠক শামসুল আলম, কলাপাড়া বন্ধুসভার সভাপতি জাহানারা খান প্রমুখ।
এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মাহবুবুর রহমান, কল্যাণী চক্রবর্তী, গৌরব হালদার, আনতারা আনিসা এবং বাউল শিল্পী সাবিনা ইয়াসমিনের পরিবেশনা অনুষ্ঠানে মুগ্ধতা ছড়িয়েছে। প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান। সঞ্চালনা করেন কলাপাড়া বন্ধুসভার উপদেষ্টা মোস্তফা জামান।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ী হয়েছে জাওয়াদ আল জামান, আবদুল্লাহ আল মুনিম, তাওফিকা তায়েফ, আরাফাত ইমতিয়াজ ও আশরাফুল হাসান।
সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা