সবার লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা

সভা শেষে বশেমুরবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘বন্ধুসভা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কাজ করছে, তা অতুলনীয়। সবার প্রচেষ্টায় এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।’ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এভাবেই নিজের আশার কথা ব্যক্ত করেন নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি আলাউল হক।

সাধারণ সম্পাদক রাতুল হাসান তাঁর আলোচনায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্ধুসভার সব বন্ধুকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সিনথিয়া সুমি, অনিক কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রাকিব, সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক সম্পা খানম, দপ্তর সম্পাদক শাফায়েত উল্লাহ, প্রচার সম্পাদক শামীম আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মৌমিতা রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইনজামামুল হক, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক হোসনে আরা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক মোতালিব হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাম্মদ সোহেল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাহেদ মাহবুব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক লাভলু মিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সজীব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল হোসেন, ম্যাগাজিন সম্পাদক শম্পা খানম, বইমেলা সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অদিতি ভট্টাচার্য ও তুহিন ইসলাম প্রমুখ।

আলোচনার শেষে গল্প, গান ও চা আড্ডার মাধ্যমে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সমাপ্ত হয়।

প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা