নোবিপ্রবি বন্ধুসভার সবুজায়ন
ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গতকাল রোববার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এগুলো রোপণ করেন বন্ধুরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, লাইব্রেরি, মেডিকেল ভবন, মসজিদ, মন্দির ও শিক্ষার্থীদের আবাসিক হলের সামনে এবং রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ৩০টি গাছ লাগানো হয়েছে। গাছগুলোর মধ্যে রয়েছে আম, লিচু, জলপাই, বেল, আমড়া, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, মাধবীলতা, চাপালিশ, কামরাঙা, বিলম্ব ও নিমগাছের চারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চারাগুলো পরিচর্যা করার প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুসভার সদস্যরা।
সাধারণ সম্পাদক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা