ময়মনসিংহ বন্ধুসভার ভ্রাতৃত্বের ইফতার

ময়মনসিংহ বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

বন্ধুদের মধ্যে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বন্ধু, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৪ মার্চ প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র রমজানের মাহাত্ম্য, তাৎপর্য, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক গুণাবলির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।

ময়মনসিংহ বন্ধুসভার ইফতার

ইফতার বাস্তবায়নে সহযোগিতা করেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ও সাদিকুল ইসলাম। অতিথিরা বন্ধুসভার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ রকম কার্যক্রমের সঙ্গে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আবুল বাশার, সভাপতি খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা, প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ মৃধা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু নাঈম, ম্যাগাজিন সম্পাদক মুনমুন আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফারহান ফুয়াদ, বন্ধু আনিসুর রহমান, আরিফুল ইসলাম, লুৎফা আক্তার, ফারদিন অভিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা