নীল আকাশে রঙিন ঘুড়ি উৎসব

নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ঘুড়ি উৎসবছবি: বন্ধুসভা

শৈশবের আনন্দময় দিনগুলোর স্মৃতিকে ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ করে দিতে নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। ১৬ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি উদ্‌যাপিত হয়।

উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের প্রভাষক জাহিদ হাসান জয়। তিনি বলেন, ‘ঘুড়ি উৎসব আমাদের শৈশবের সেই নির্মল আনন্দের দিনগুলোকে মনে করিয়ে দেয়। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং বন্ধনকে আরও দৃঢ় করবে।’

নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ঘুড়ি উৎসব
ছবি: বন্ধুসভা

উদ্বোধনের পর পরই শুরু হয় ঘুড়ি ওড়ানোর আনুষ্ঠানিকতা। নীল আকাশে রঙিন ঘুড়ির মিছিল যেন শৈশবের মুক্ত ওড়ানের প্রতীক হয়ে উঠে। নোবিপ্রবির শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা দল বেঁধে আনন্দে মেতে ওঠেন। উৎসবে বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়ানো সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এটি আমাদের শৈশবের মধুর স্মৃতিগুলোকে ফিরিয়ে এনেছে।’

নোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আবু রায়হান বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা বন্ধুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চেয়েছি।’