প্রতিবেশীর হক পৌঁছে দিতে জবি বন্ধুসভার উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ৭ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর পুরান ঢাকায় ছিন্নমূল মানুষের মধ্যে ঈদের উপহার হিসেবে রঙিন পোশাক বিতরণ করেন বন্ধুরা।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ—মোট ২৫ জন মানুষের মধ্যে উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি নাঈমা আক্তার রিতা, বর্তমান সভাপতি ফয়সাল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক রাব্বি হাসানসহ অন্য বন্ধুরা।

নাঈমা আক্তার রিতা বলেন, ‘এসব মানুষ আমাদের প্রতিবেশী। এই উপহার তাঁদের হক। সামর্থ্যবানের উচিত নিজ উদ্যোগে প্রতিবেশীর হক আদায় করে ঈদের আনন্দ ভাগাভাগি করা।’

সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ‘খলিফা হজরত উমর (রা.) আটার বস্তা নিজের কাঁধে চাপিয়ে ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন। ধনীরা প্রতিবেশীর হক নিয়ে তাঁদের দরজায় পৌঁছালে মর্যাদা কমে না, বরং বাড়ে।’

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা