স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড পেলেন রাফিয়া ইসলাম

রাফিয়া ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অতিথিরাছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখায় ‘স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি রাফিয়া ইসলাম।

গত ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর একটি মোটেলে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাফিয়া ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা। এবার মোট ৯টি ক্যাটাগরিতে ‘স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে। সারা দেশের প্রায় ৫০০ আবেদনকারীর মধ্য থেকে ১৮ জন ব্যক্তি ও ২টি সংগঠনকে পুরস্কারটির জন্য মনোনীত করা হয়।

রাফিয়া ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ফোকলোর বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বন্ধুসভা ছাড়াও আরও বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মানবতাবাদী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিসেবে সুপরিচিত স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। ৪২টি জেলায় এটির শাখা রয়েছে। এর আগে গত ৩১ মার্চ ‘উইমেন ইন লিডারশিপ ফেস্ট ২০২২’–এ ‘লিডার্স অব টুমোরো’ ক্যাটাগরিতে রাফিয়া ইসলাম প্রথম রানারআপ হয়েছিলেন। এর বাইরেও তিনি বাংলাদেশ বেতার ময়মনসিংহের অনুষ্ঠান ঘোষক ও মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের’ আবৃত্তি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।