‘মানুষ ও মানবিকতার পাশে, বন্ধুসভা সর্বদা এগিয়ে আসে’—স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় ঈদের উপহারসামগ্রী।
জাককানইবি বন্ধুসভার সভাপতি সাকিবুল হাসান বলেন, ‘প্রতিবারের মতো এবারও “সহমর্মিতার ঈদ” কর্মসূচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা মানুষের পাশে দাঁড়িয়েছে। উপহার বিতরণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে বন্ধুসভা পরিবার আনন্দিত।’
সাধারণ সম্পাদক সাব্বির মিয়া বলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রয়াসে কয়েকটি পরিবারের সঙ্গে ঈদের আনন্দের অংশ হতে পেরেছি। এটা অনেক বড় প্রশান্তি। আয়োজনটি সফল করতে যাঁরা পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।’
বন্ধু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা