রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক বৈঠক

প্রথম আলো রংপুর অফিসে রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

ঈদের দীর্ঘ অবকাশ কাটিয়ে ঈদ পুনর্মিলনী আড্ডা ও সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ১৯ এপ্রিল বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধুদের সরব উপস্থিতিতে ভরে ওঠে সভাস্থল। প্রথমেই কুশল বিনিময়ের মাধ্যমে বন্ধুরা স্মৃতিচারণা করেন কে কীভাবে ঈদ উদ্‌যাপন করল, সালামি কত করে পেল, কে কোথায় ঘুরতে গেল ইত্যাদি।

রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কুশল বিনিময়ের পর সভাপতি সোহেলী চৌধুরী পরবর্তী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এ ছাড়া প্রতি সপ্তাহে শনিবার নিয়মিত পাঠচক্র, সভার কার্যবিবরণী লেখা ইত্যাদি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।