ডিআইইউ বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ডিআইইউ বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভাছবি: বন্ধুসভা

মার্কিন লেখক অস্টিন ক্লিওন রচিত অনুপ্রেরণামূলক বই ‘স্টিল লাইক অ্যান আর্টিস্ট’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ডিআইইউ বন্ধুসভা। ২৬ জুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে মাসিক সভায় অংশ নেন বন্ধুরা।

পাঠচক্রে বন্ধুরা বইটির বিভিন্ন অধ্যায় থেকে নিজেদের উপলব্ধি ও অভিজ্ঞতা শেয়ার করেন। বইটি কীভাবে সৃজনশীলতাকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয়, সে বিষয়েও বিশ্লেষণমূলক আলোচনা হয়। বন্ধুসভার সদস্যরা জানান, এই বই তাঁদের চিন্তাকে মুক্ত করতে ও নতুনভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

পাঠচক্র শেষে মাসিক সভায় বন্ধুসভার ভবিষ্যৎ পরিকল্পনা, আসন্ন প্রোগ্রাম ও সংগঠন পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আদিল সরকার। সভায় উপস্থিত অন্য সদস্যরা তাঁদের মতামত ও পরামর্শ দিয়ে আগামী কার্যক্রমগুলোকে আরও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বন্ধু, ডিআইইউ বন্ধুসভা