বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর বর্ষপূর্তি উদ্‌যাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর পথচলার ২৬ বছর উদ্‌যাপন অনুষ্ঠানছবি: বন্ধুসভা

বাংলাদেশের গণমাধ্যমজগতে প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, বরং মানুষের চিন্তা, মতামত ও বিবেকের প্রতিচ্ছবি। ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করা এই পত্রিকা আজ দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক। ২৬ বছর ধরে প্রথম আলো দেশের মানুষকে তথ্য, সত্য ও সাহসিকতার সঙ্গে আলোকিত করে আসছে।

৮ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর পথচলার ২৬ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
ছবি: বন্ধুসভা

অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল আলীম, ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. শাহিদুল হক, পশুচিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন মো. বাহানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. গোলজার হোসেন, চয়ন কুমার সাহা ও মো. রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর সিরাজুল ইসলাম।

নিজেদের বক্তব্যে তাঁরা বিভিন্ন গঠনমূলক কাজের জন্য বন্ধুদের উৎসাহিত করেন। পাশাপাশি প্রথম আলো পত্রিকায় ‘কৃষি পাতা’ দেখার উৎসাহ ব্যক্ত করেন। মুক্তিযোদ্ধা মীর সিরাজুল ইসলাম জানান, তিনি মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন এবং টাঙ্গাইলে টানা ৪৮ ঘণ্টার সফল অভিযান চালানোর কথা বিশেষভাবে উল্লেখ করেন।

সমাপনী বক্তব্য দেন বাকৃবি বন্ধুসভার সভাপতি হুরে জান্নাত বিনতে তফিক ও প্রথম আলোর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইসরাত জাহান।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, বাকৃবি বন্ধুসভা