কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দিল কাতার বন্ধুসভা
কাতারে সদ্য সমাপ্ত এএফসি এশিয়ান কাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন অসংখ্য বাংলাদেশি। ৮ মার্চ রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দিয়েছে কাতার বন্ধুসভা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি অর্ধশতাধিক বাংলাদেশি স্বেচ্ছাসেবকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং এমন উদ্যোগ নেওয়ায় কাতার বন্ধুসভাকে ধন্যবাদ জানান। পাশাপাশি বন্ধুসভার যেকোনো উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিআইটিসি গ্রুপের চেয়ারম্যান মাসুদ রানা, বিমান বাংলাদেশের কাতার কান্ট্রি ম্যানেজার কামালউদ্দীন, আরএসএল গ্রুপের ম্যানেজার ইমরান, আল-হামমাদি ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ওবায়েদুর রহমান প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা মূল্যায়ন ও তাঁদের অনুপ্রেরণায় কাতার বন্ধুসভার এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, এমন উদ্যোগের ফলে বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা ভবিষ্যতে আরও বড় অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে উৎসাহিত হবেন।
অর্থ সম্পাদক সত্য রায়ের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি বুরহানউদ্দীন। পরে বন্ধুসভার সাংগঠনিক পরিচয় ও কাতারে গত কয়েক বছরে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা আবজল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নাসিম আল রাশিদ, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ ও আরিফ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিহাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইবরাহিম মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সিফাত খান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হক, বইমেলা সম্পাদক মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য আহসান হাবিব, তারেকুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।
আয়োজন সফল করতে সহযোগিতা করেন আল-মাহান্নাদি গ্রুপ, বিআইটিসি গ্রুপ এবং আরএসএল গ্রুপ অব কোম্পানিজ।