উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দ বন্ধুসভার চার বন্ধু
প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩-এ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে সেরা চার শিক্ষক নির্বাচিত হয়েছেন বন্ধুসভার চারজন বন্ধু। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১০ সেপ্টেম্বর সেরা চার শিক্ষকের নাম প্রকাশ করা হয়। পরবর্তী পর্যায়ে এই চারজন জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেরা চার শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বাবর আলী। তিনি উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা পর্যায়ে সপ্তমবারের মতো তিনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হলেন। মুহাম্মদ বাবর আলী গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি এবং বর্তমান কার্যনির্বাহী সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সেরা প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা কাদরী। এর আগে তিনি উপজেলা পর্যায়ে আরও চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মঞ্জুয়ারা কাদরী গোয়ালন্দ বন্ধুসভার একজন সক্রিয় সদস্য এবং সাংস্কৃতিক কর্মী।
কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান মিলন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি দুবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। তিনি গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া দক্ষ সংগঠন ও ক্রীড়া শিক্ষক হিসেবেও সুনাম রয়েছে তাঁর।
দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি ষষ্ঠবারের মতো সেরা সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন। নাসরিন আক্তার ইতি গত বছর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনিও গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শফিক মণ্ডল বলেন, ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগান ধারণ করে বন্ধুসভার সঙ্গে নবোদ্যমী একঝাঁক তরুণ-তরুণী ও শিক্ষকসমাজ জড়িত। এর আগে বন্ধুসভার বন্ধুরা প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবারও যে চার শিক্ষক সেরা নির্বাচিত হয়েছেন, তাঁরা প্রত্যেকে গোয়ালন্দ বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা করেন।