এসডিজি বিতর্কে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথম আলো, বন্ধুসভা ও ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বিচারক ও বিতার্কিকরা
ছবি: আশফাকুর রহমান

অধিক জনসংখ্যা পশ্চিমা বিশ্বের জন্য সমস্যা হলেও আমাদের দেশের জন্য এটা শক্তি। এ জনশক্তিকে কাজে লাগাতে হবে। পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ জরুরি। যদিও বলা হয়, নারীদের অংশগ্রহণ বাড়ছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই প্রয়োগ চোখে পড়ে না। তাঁদের সমমর্যাদা দেওয়া হয় না, শুধু কাগজে লেখা থাকে। এ কারণে নারীর অংশগ্রহণটা জরুরি। যুবদের ক্ষেত্রে বয়স দিয়ে তাঁদের যোগ্যতা মাপা হচ্ছে। এটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। বয়স নয়, বরং মেধা দিয়ে যোগ্যতা মাপা হোক।

‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রচারাভিযানের জাতীয় পর্বের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন বিচারক হিসেবে দায়িত্ব পালন করা সাবেক বিতার্কিক ও সাউথ এশিয়ার ই-সম্পাদক বুলবুল হাসান। বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করেন সাবেক বিতার্কিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ কুণ্ডু কাকন ও তাওহীদা জাহান।

ইউএনডিপি-ইউএনইপি পোভার্টি-এনভায়রনমেন্ট অ্যাকশনের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো ও বন্ধুসভা গতকাল সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ‘এই সংসদ মনে করে, যুব ও নারীদের বলিষ্ঠ অংশগ্রহণই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান উপায়’ শীর্ষক প্রস্তাবনায় অংশ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। সরকার দলের পক্ষে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। দলটির হয়ে বিতর্কে অংশ নেন রোকেয়া আশা, নুর আহম্মদ ও ফারহান আনজুম। অন্যদিকে রানার্সআপ দলের হয়ে বিতর্কে অংশ নেন অভিষেক চন্দ, বর্ষণ সরকার ও সাবিহা মুনতাহা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নুর আহম্মদ।

এর আগে ১৪ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতার নকআউট রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক রাজীব সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সাবাহ মাহজাবিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক জাকির হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক বিতার্কিক রাইসা তাবাসসুম ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক বিতার্কিক হৃদয় দাস।