শেরপুর বন্ধুসভার ঈদ উপহার পেয়ে খুশি তাঁরা

শেরপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভার

অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেওয়া ও নেওয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু নিম্ন আয়ের মানুষ আছেন, যাঁদের ছুঁতে পারে না কোনো উৎসব, এমনকি ঈদও।

এসব মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন দুর্যোগের সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেরপুর বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার ১৫টি পরিবারের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসব উপহার বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।

শেরপুর বন্ধুসভার বন্ধুদের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাওয়ের চাল, সেমাই, নুডলস, চিনি, তেল, গুঁড়া দুধের প্যাকেট, খাওয়ার স্যালাইন, সাবান ইত্যাদি। ঈদ উপলক্ষে এসব উপহারসামগ্রী পেয়ে খুবই আনন্দিত লোকজন।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক রুকন মিয়া, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বন্ধু নোমান প্রমুখ।

ঈদ উপহার পেয়ে খুশি সদর উপজেলার কালিতলা গ্রামের রিকশাচালক মো. ইস্রাফিল বলেন, ‘আমি গরিব মানুষ। তেমন টাকাপয়সা নাই। এখনো পায়ে প্যাডেল মাইরা রিকশা চালাই। চিন্তায় ছিলাম ঈদের দিন পোলাপানরে ভালো জিনিস খাওয়ামু কেমনে? কিন্তু আপনারা আমারে যে জিনিস দিলেন, তা দিয়া ঈদের দিন সবাইরে নিয়া সেমাই-পোলাও খামু। আপনাদের জিনিস দিয়া ভালোভাবে ঈদ করতে পারমু। আপনারা খুবই উপকার করলেন।’

শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সাধ্যানুযায়ী কিছু মানুষের মুখে ঈদের খুশি ছড়িয়ে দিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’