দুই শতাধিক মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিল ড্যাফোডিল বন্ধুসভা

দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা
ছবি: অদ্বিত আল নাফিউ

ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–সংলগ্ন এলাকাগুলোতে দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ৩১ অক্টোবর এ কর্মসূচি পালন করা হয়।

ড্যাফোডিল ব্লাড ডোনারস ক্লাবের সহযোগিতায় স্থানীয় সাধুপাড়া, খাগান, পাড়াগ্রাম এবং দত্তপাড়ার মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সকাল নয়টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার টেস্ট করান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল বিশেষজ্ঞরা।

ড্যাফোডিল বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: অদ্বিত আল নাফিউ

উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মণ্ডল। তিনি ড্যাফোডিল বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। আসলে ভালো কাজের জন্য ভালো মানুষেরও প্রয়োজন। দেশের তরুণদের এমন উদ্যোগেই এগিয়ে যাবে দেশ, উপকৃত হবে সাধারণ জনগণ।’

ড্যাফোডিল বন্ধুসভার কনভেনার আনোয়ার হাবিব কাজল বলেন, ‘দারুণ একটি উদ্যোগ নিয়েছেন বন্ধুরা। প্রতিবছরই এমন সেবামূলক কাজ হোক এটাই প্রত্যাশা।’ সভাপতি নাজমুল অভি বলেন, ‘প্রতিনিয়ত ড্যাফোডিল বন্ধুসভা সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে ও স্বল্প পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ।’

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: অদ্বিত আল নাফিউ

বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি স্থানীয় লোকজন। এক কৃষক দম্পতি বলেন, ‘আর্থিক সমস্যার কারণে কয়েক মাস ধরে ডায়াবেটিস পরীক্ষা করতে পারছিলাম না। গতকাল মসজিদের মাইকে শুনতে পাই বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হবে।’

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন, ম্যাগাজিন সম্পাদক নাজমুল হাসান, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক ফারহানা কেয়া, কার্যনির্বাহী সদস্য জাকিয়া আক্তার, ঈশিতা মণ্ডল ও অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা