ঠাকুরগাঁও বন্ধুসভার ইফতার ও সাংগঠনিক সভা
সদস্যদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আর বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইফতার আয়োজন করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। ২৩ মার্চ জেলা শহরের ডিসি পার্কে এটি অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব গত সভার কার্যবিবরণী পাঠ করেন। এরপর বৈঠকের এজেন্ডা নির্ধারণ হয়। এজেন্ডায় সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়ন, ২৫ মার্চের কাল রাতে গণহত্যা স্মরণে মোমবাতি প্রজ্বালন ও শিশুদের জন্য মেহেদি উৎসব পালন নিয়ে আলোচনা হয়।
আলোচনায় উঠে আসে কীভাবে ঈদের আনন্দকে সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। সাংগঠনিক সভা শেষে ঠাকুরগাঁও বন্ধুসভার সাবেক সভাপতি ফরাদুল ইসলামের সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া করা হয়। এরপর বন্ধুরা ইফতারে অংশ নেন।
সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের প্রাণের সংগঠন বন্ধুসভা। ইফতার আয়োজন বন্ধুদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আর বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস করি।’
উপদেষ্টা নাসরিন জাহান বলেন, ‘এই অবসর সময়ে বন্ধুসভার সদস্যদের সৃজনশীল আয়োজনে এসে আমি প্রাণ ফিরে পাই। বন্ধুসভার সব সদস্যকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান, ঠাকুরগাঁও বন্ধুসভার সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আপেল, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রাদ শাহামাদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মারুফ হাসান, দপ্তর সম্পাদক রুদ্র মোহন্ত, প্রশিক্ষণ সম্পাদক সিয়ামুর রশিদ, প্রচার সম্পাদক আলিফ হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিথিলা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তপু রায়, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বন্ধু ফাহিমা নুশরাত, সুলতানুল আরেফিন, মাহবুব আলম তালুকদার, এন্তাজ আলী, মির্জা আকাশ, রাসেল রানা, রিদয় ইসলাম, তৌফিক তয়নসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা