পাঠের আসরে কবি নজরুলের ‘রাজবন্দীর জবানবন্দী’

জামালপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক প্রবন্ধ গ্রন্থ ‘রাজবন্দীর জবানবন্দী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩১ মে বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার কাজী নজরুল ইসলাম। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনা রহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় কবি। কবিতার মাধ্যমে নজরুল কথা বলেছেন সত্যের ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কবিতায় বিদ্রোহী চেতনার প্রভাবের কারণে তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে আখ্যায়িত করা হয়। মহান এই কবির জন্মজয়ন্তীতে পাঠচক্রের শুরুতে জামালপুর বন্ধুসভার বন্ধুরা তাঁকে শ্রদ্ধাভরে স্বরণ করেন।

বই পাঠ করছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

পাঠচক্রের শুরুতে কবি নজরুলের ‘রাজবন্দীর জবানবন্দী’ নিয়ে সংক্ষেপে আলোচনা করেন বন্ধু ফাহিম মোনায়েম। তাঁর আলোচনা থেকে জানা যায়, ১৯২৩ সালে ব্রিটিশ সরকারের বিরোধিতা ও ভারতের স্বাধীনতা চেয়ে সম্পাদকীয় রচনা করেন কাজী নজরুল ইসলাম। এরপরই নজরুল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই সঙ্গে পত্রিকায় প্রকাশিত তাঁর কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ও নিষিদ্ধ হয় এবং গ্রেপ্তার করা হয় নজরুলকে। যখন নজরুলকে নিয়ে আদালতে বিচারকাজ শুরু করা হয়, তখন তিনি তাঁর লিখিত চার পৃষ্ঠার একটি বক্তব্য আদালতে পেশ করেন। সেই বক্তব্য নিয়েই রচিত হয় প্রবন্ধ ‘রাজবন্দীর জবানবন্দী’।

প্রবন্ধে কবি নিজেকে নির্দোষ দাবি করেন। নিজেকে সত্যের পূজারি এবং সরকার ও তার কর্মচারীদের অসত্যের প্রতীক বলে আখ্যায়িত করেন। তাঁর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা আছেন এবং সৃষ্টিকর্তার নির্দেশেই তিনি সবকিছু করেন। কবি দেখেছিলেন, পরাধীন ভারতবর্ষে অন্যায়কে অন্যায় বললে ইংরেজদের কাছে তা হয় রাজদ্রোহ। কিন্তু জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায় ও দিনকে রাত বলানো কোনো ন্যায়ের শাসন হতে পারে না। এ শাসন কোনো দিন চিরস্থায়ী হয় না।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘রাজবন্দীর জবানবন্দী’ থেকে কিছু অংশ পড়ে শোনান অন্য বন্ধুরা। পাঠচক্র শেষে দুটি নজরুল সংগীত পরিবেশন করা হয়। ‘খেলছি এ বিশ্ব লয়ে’ সংগীতটি শোনান বন্ধু অপ্সরা পাল এবং ‘বাচিগায় বুলবুলি তুই’ সংগীতটি শোনান বন্ধু জান্নাতুল মাওয়া।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান, সভাপতি ডা. জাকারিয়া জাকি, বন্ধু সিফাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদুল হাসান, বন্ধু সাজ্জাদ হোসেনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জামালপুর বন্ধুসভা