মাতৃভাষা দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাতৃভাষা দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করল ঝিনাইদহ বন্ধুসভাছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ঝিনাইদহ বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিভাস বিদ্যানিকেতনে এটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

বিজয়ী ১০ জনকে মূল্যবান বই দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রথম আলো নির্বাচিত সেরা শিক্ষক ২০২৪ শাহনেওয়াজ মিঠুকে সম্মাননা স্মারক প্রদান করেন বন্ধুরা।

উপস্থিত ছিলেন উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বন্ধু মাহমুদ হুসাইনসহ আরও অনেকে।