জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। জিলা স্কুল বড়মাঠের উত্তর পাশে এটি নির্মাণ করা হয়। ২৬ অক্টোবর নির্মাণকাজ শেষ হয়েছে।
জিলা স্কুল বড়মাঠ থেকেই ঠাকুরগাঁওয়ের প্রতিটি আন্দোলনের সূচনা হয়েছিল। ২৪ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা মজিবর রহমান খান, বন্ধু মোহাম্মদ আলিফ, সৈয়দ শিহাব, নজরুল ইসলাম, সজল ইসলাম ও নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ বলে জানান বন্ধুরা। স্মৃতিসৌধ নির্মাণে বন্ধুরা তাঁদের হাতখরচের টাকা বাঁচিয়ে রেখেছিলেন দুই মাস ধরে। স্মৃতিস্তম্ভটিতে ইটের গাঁথুনির ওপর একটি বেদি আছে। তার ওপর একটি দেয়াল।
বন্ধু মোহাম্মদ আলিফ বলেন, ‘আমরা আন্দোলনে সম্মুখে থেকে কাজ করেছি। এই আন্দোলনে অনেকেই আহত ও নিহত হয়েছেন। তাঁদের স্মরণে একটি ম্যুরাল বা সৌধ না থাকলে পরবর্তী প্রজন্ম ভুলে যাবে ইতিহাস। সেই ইতিহাস ধরে রাখতে আমাদের এই প্রচেষ্টা।’
বন্ধু নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাস ধরে হাতখরচের টাকা বাঁচিয়ে এই স্মৃতিসৌধ নির্মাণ করলাম।’
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা