বরিশাল বন্ধুসভার বসন্তবরণ ও পিঠা উৎসব
বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত। পলাশের রঙে রাঙিয়ে আসে এই ঋতু। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা। প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া।
১৮ ফেব্রুয়ারি বরিশাল বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় বসন্তবরণ ও পিঠা উৎসব। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বইমেলার দ্বিতীয় দিনে বন্ধুসভার স্টলেই ছিল এ আয়োজন। স্টলে উপদেষ্টা, কমিটির সদস্য, বন্ধু, আমন্ত্রিত ছোট-বড় অতিথিদের নিয়ে গান ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো দিন। বন্ধুদের নিজেদের হাতে বানানো বাহারি পিঠায় সেজেছে থালা। উপস্থিত সবাই নেন পিঠার স্বাদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপদেষ্টা এম জসিমউদদীন, এম এম তরিকুজ্জামান, সাজ্জাদ পারভেজ, ইমরান শেখ এবং সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষকেরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক ওমানা এ্যানজেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মুনমুন হাসান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, অর্থ সম্পাদক মো. সফিউল্লাহ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মীম হাসান, বইমেলা সম্পাদক আতিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দুর্গাপ্রসাদ সুদীপ, বন্ধু লাবিবা আক্তারসহ আরও অনেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বন্ধুসভা