চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
বিচারব্যবস্থার অব্যবস্থাপনার ব্যঙ্গচিত্র ‘মামলার সাক্ষী ময়না পাখি’
শাহাদুজ্জামান রচিত ‘মামলার সাক্ষী ময়না পাখি’ বই নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৭ মার্চ রাত ৯টা ৪৫ মিনিটে অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচনা করেন বন্ধু রামিজ আহমেদ। তিনি বলেন, ‘মামলার সাক্ষী ময়না পাখি’ গল্পটি সমাজের বিচারব্যবস্থা ও প্রশাসনিক অব্যবস্থাপনার একটি তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র।
রামিজ আহমেদ বলেন, একটি খুনের মামলায় কোনো মানবসাক্ষী না থাকায় তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা একটি ময়না পাখিকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করে। তারা ধরে নেয়, পাখিটি অপরাধীদের চেহারা দেখেছে এবং কথা বলতে পারে বলে অপরাধীর পরিচয় প্রকাশ করবে। কিন্তু বিচারকের সামনে নিয়ে আসার পর ময়না পাখিটি শুধু শিখিয়ে দেওয়া কিছু কথাই বলতে পারে, যা তদন্তের কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত মামলাটি জটিলতায় পড়ে যায়। এর মাধ্যমে বিচারব্যবস্থার হাস্যকর দিক ফুটে ওঠে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু আসেফ উৎসসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা