জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের বৃক্ষের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

নিম, অশ্বত্থ, গন্ধরাজ, সুপারি, কচু, একাশিয়া ইত্যাদি নানা ধরনের গুল্ম, বৃক্ষ, ভেষজ, ফলজ, বনজ, বিরুৎজাতীয় প্রজাতির উদ্ভিদ রয়েছে আমাদের চারপাশে। পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তসম্পর্কে উদ্ভিদ উৎপাদকের ভূমিকা পালন করায় ছোট-বড়, স্থলজ-ভাসমান সব ধরনের উদ্ভিদের প্রয়োজনীয়তা রয়েছে বাস্তুতন্ত্রে।

গত ৩১ আগস্ট ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে চার ধরনের বৃক্ষরোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩’ পালন করে জাবি বন্ধুসভা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

পাশাপশি উদ্ভিদ পরিচিতি ও এসবের নানা গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর মনোয়ার তুহিন। পানি, রোদ, উঁচু-নিচু জমি, মাটিভেদে কোন গাছ কোথায় রোপণ করলে টিকবে ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন তিনি।

বৃক্ষরোপণের পাশাপাশি প্রাণোচ্ছল পরিবেশে উদ্ভিদের পরিচয় ও বাস্তুতন্ত্রে এর প্রয়োজনীয়তা জানতে পারেন বন্ধুরা। প্রফেসর মনোয়ার তুহিন বন্ধুসভার এ আয়োজনে খুশি হয়ে বলেন, ‘এই প্রজন্ম গাছ চিনবে, বিভিন্ন ধরনের বৃক্ষের প্রয়োজনীয়তা অনুধাবন করে বৃক্ষরোপণ এবং বৃক্ষ রক্ষা করবে।’

এই কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত মনি, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাফিসা তাবাসসুম, দপ্তর সম্পাদক পৃষতি খানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জাবি বন্ধুসভা