শরীয়তপুর বন্ধুসভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ
ছবি: বন্ধুসভা

আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে ভাষা সৈনিকেরা তাঁদের জীবন উৎসর্গ করেন। এর পর থেকে প্রতিবছর দিনটিতে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করে আসছে সর্বস্তরের জনগণ।

মা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি শহীদদের এই আত্মত্যাগ ও ভালোবাসা জাতি কৃতজ্ঞচিত্তে স্বরণ করছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রূপমসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা