প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের পাকা আম উপহার দেওয়া হয়েছে। গত ২২ জুলাই বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
বাবুডাইং আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস বলেন, ‘এ বছর বাগানগুলোয় আমের ফলন কম। অন্যদিকে দামও বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে খুশিমতো আম কিনে খাওয়া সম্ভব হয় না। বন্ধুসভার এ উদ্যোগটি খুবই ভালো। শিক্ষার্থীরা হাতে হাতে আম পেয়ে খুশি হয়েছে। আম পাওয়ার পর শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল মুখটি দেখে খুবই ভালো লেগেছে। এ জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু ও কলেজশিক্ষক আমিনুল ইসলাম, সুদর্শন পাল, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, বিমল হাঁসদাক্, নির্মল কোল, ট্রেম হাঁসদা প্রমুখ।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা