সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনার
ছবি: বন্ধুসভা

কিশোরগঞ্জ: বজ্রপাত ঠেকাতে জেলা শহরের নরসুন্দা নদীর পাড়ের বিভিন্ন স্থানে তালগাছের বীজ বপন ও চারা রোপণ করে কিশোরগঞ্জ বন্ধুসভা।

বাগেরহাট: ৪ সেপ্টেম্বর জেলা শহরের সরুই এস এস জোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগেরহাট বন্ধুসভা বৃক্ষরোপণ ও স্কুলশিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ কর্মসূচি করে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনার।

ভৈরব: প্রথম আলো ভৈরব অফিসে ৩১ আগস্ট তানজিনা হোসেনের সায়েন্স ফিকশন বই এলিনা নিয়ে পাঠচক্রে বসেন বন্ধুরা।

দিনাজপুর: ড. সুনীল কান্তি দে রচিত বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র গ্রন্থ নিয়ে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র। এর আগে ২৮ আগস্ট সুফিয়া কামালের একাত্তরের ডায়েরী নিয়ে পাঠচক্রের আসর করা হয়।

বৃষ্টিতে ভিজে ভিজে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদের বৃক্ষরোপণ
ছবি: জুলফিকার আলী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২৭ ও ৩১ আগস্ট দুই ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৩১ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসরের নির্ধারিত বই ছিল বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস বাঁধনহারা। এর আগে ২৯ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হয় গ্রাফিক ডিজাইন কর্মশালা।

নোয়াখালী: আগস্ট মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে মোট সাত ধাপে বৃক্ষরোপণ করে নোয়াখালী বন্ধুসভা। এর আগে ২৬ আগস্ট মাদার তেরেসার ১১৩তম জন্মদিনে একটি পাঠচক্রের আয়োজন করা হয়।

রংপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই নিয়ে রংপুর বন্ধুসভা পাঠচক্র করে ৩১ আগস্ট।

পুণ্ড্রু ইউনিভার্সিটি: ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ২৫ আগস্ট গাছের চারা রোপণ করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।

ডেঙ্গু প্রতিরোধে জামালপুর বন্ধুসভার পরিষ্কার-পরিছন্নতা অভিযান
ছবি: বন্ধুসভা

গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন বই নিয়ে ৩০ আগস্ট পাঠচক্রের আসর করে গাজীপুর বন্ধুসভা।

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ববি বন্ধুসভা।

জামালপুর: ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে ৩১ আগস্ট জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ উচ্চবিদ্যালয়ে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এর আগে ২৫ আগস্ট জামালপুর সরকারি শিশু পরিবারের মাঠে বন্ধুরা গাছের চারা রোপণ করেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ আগস্ট দেশীয় প্রজাতির ফলদ, ভেষজ ও শোভাবর্ধক চারাগাছ রোপণ করেন বন্ধুরা।

সাতক্ষীরা: পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহার কর্মসূচি গ্রহণ করে সাতক্ষীরা বন্ধুসভা।

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জনসাধারণকে বৃক্ষের চারা উপহার দিয়েছেন সাতক্ষীরার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সিলেট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ আগস্ট সিলেট বন্ধুসভা আয়োজন করে আলোচনা সভা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে ২৭ আগস্ট নিম, রাধাচূড়াসহ নানা রকম পরিবেশবান্ধব ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

খুলনা: নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ আগস্ট বন্ধুবরণ উৎসব করে খুলনা বন্ধুসভা।

মিরপুর: রাজধানীর মিরপুরের রূপনগর, আরামবাগসহ বিভিন্ন এলাকায় দুই লেনের সড়কের মাঝখানে মোট দুই ধাপে মিরপুর বন্ধুসভার বন্ধুরা বৃক্ষরোপণ করেন।

গোয়ালন্দ: উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’-এ ২৬ আগস্ট বন্ধুসভার বন্ধুরা আয়োজন করেন পাঠচক্র অনুষ্ঠানের।

নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুদের উপহার দেওয়া শিক্ষা উপকরণ হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: দীনার মাহমুদ

নারায়ণগঞ্জ: বন্ধুসভার উদ্যোগে ২৬ আগস্ট সদর উপজেলাধীন তল্লা ছোট মসজিদ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ নিয়ে ২৪ আগস্ট অনুষ্ঠিত হয় ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র।

চট্টগ্রাম: আন্তর্জাতিক চিঠি দিবস উপলক্ষে ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘ডাকবক্সের মুক্ত চিঠি’ শীর্ষক চিঠি লেখা প্রতিযোগিতা। এর আগে ২৩ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হয় ‘ছাদবাগান: তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নিমিত্তে’ শিরোনামে আলোচনা সভা।

চাঁদপুর: ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২৪ আগস্ট চাঁদপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি করে বন্ধুসভা।

ঝালকাঠি: ২৫ আগস্ট জেলা শহরের স্মৃতিস্তম্ভ চত্বরে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের বটতলা, কলাভবনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি করে।