সুবিধাবঞ্চিত, দুস্থ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভা। ১ এপ্রিল বিকেলে ‘বন্ধুত্বের ইফতার’ শিরোনামে ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাস থেকে বারিধারা পর্যন্ত পথে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
সাওম বা রোজা শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার বিষয় নয়। পাশাপাশি রোজা আমাদের শিক্ষা দেয় সংযমের এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠার। এ অনুপ্রেরণা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করল ‘বন্ধুত্বের ইফতার’।
বন্ধুত্বের ইফতার কার্যক্রম শুরু হয় পথশিশুদের মধ্যে ইফতারি বিতরণের মধ্য দিয়ে। বন্ধুসভার বন্ধুরা দল বেঁধে ব্যানার হাতে ইফতারি বিতরণ করেন। এ কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভার এক বন্ধু বলেন, ‘আমার কাছে ইফতারি বিতরণ কর্মসূচি ছিল অনন্য অভিজ্ঞতা। পথশিশুদের হাতে যখন ইফতারির বক্স তুলে দিয়েছিলাম, তাদের চোখে-মুখে যে আনন্দের উচ্ছ্বাস দেখেছি; তা আমাকে বিমোহিত করেছে। মানুষ যে কত অল্পে খুশি হতে পারে, তা এই মানুষদের কাছে না গেলে বোঝার উপায় নেই।’
সভাপতি ইফতেমাম রুবাইয়াত বলেন, ‘এ ধরনের কর্মসূচি আমাদের জন্য ছিল সম্পূর্ণ নতুন ও অভিনব। তাই এ কর্মসূচি বাস্তবায়নে আমাদের সামনে একদিকে যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি ব্যাপক উৎসাহ–উদ্দীপনাও কাজ করছিল। আয়োজন সফল হওয়ায় আমরা আনন্দিত।’
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক সারা ইসলাম, অর্থ সম্পাদক উম্মে সালমা, দপ্তর সম্পাদক হাবিবা বেগম, প্রচার সম্পাদক সোহাগ মিয়া, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সামিয়া আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরিনা প্রিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইয়াসিন রাফি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জোবায়ের, শাম্মি মিতুসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বন্ধুসভা