এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবি উপহার দিল কিশোরগঞ্জ বন্ধুসভা

কিশোরগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রম করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা। এর অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে করিমগঞ্জ উপজেলার উরদিঘী গ্রামের আল জামিয়াতুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১২ জন এতিম ছাত্রকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।

কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের অর্থায়নে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাফিজ মারুফ, বন্ধু রাসেল আহমেদ, মো. সজীব, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম, শিক্ষক ওবায়দুল্লাহ, এমদাদুল ইসলাম প্রমুখ।

সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা