মাদকবিরোধী প্রিমিয়ার লিগ

খেলা শেষে সবাই যেন একই দলের
ছবি: বন্ধুসভা

বন্ধুসভা তারণ্যের সংগঠন। আর তারণ্যের শক্তি মাদক থেকে দূরে থাকা। এ জন্য সংস্কৃতি ও খেলাধুলা চর্চার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে নোয়াখালী বন্ধুসভা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় শহীদ ভুলু স্টেডিয়ামে।

বন্ধুসভার বন্ধুরা চারটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় ছিলেন। দলগুলো হলো, চার সাবেক সভাপতি সুমন নুরের গ্লোরী স্কোয়াড, কামাল হোসেনের সুবর্ণ ওয়ারিয়র্স, হাসান সবুজের মাইটি মাইজদী ও মহিউদ্দিন রাতুলের নিঝুম ডাইনামাইটস। এই চার দলের আইকন খেলোয়াড় ছিলেন যথাক্রমে সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন ও সহসভাপতি আবু তাহের।

খেলার একটি দৃশ্য
ছবি: বন্ধুসভা

প্রতিটি ম্যাচ দশ ওভার করে গ্রুপ পর্বের ছয় ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মাইটি মাইজদী ও গ্লোরী স্কোয়াড ফাইনাল ম্যাচের মুখোমুখি হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গ্লোরী স্কোয়াডের অধিনায়ক মাছুম বিল্লাহ। ব্যাট করতে নেমে ৯৯ রানে ইনিংস শেষ হয় মাইটি মাইজদী দলের। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় গ্লোরী স্কোয়াড। ২৪ রানে জয়লাভ করে নোয়াখালী বন্ধুসভা প্রিমিয়ার লিগ ২০২৩–এর শিরোপা জিতে নেয় মাইটি মাইজদী। ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্ট সেরা হয়েছেন আলতাফ হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসিফ আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা ও নোয়াখালী জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহফুজের রহমান, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাসব সরকার, জেলা কোচ স্বদেশ মজুমদার, জেলা দলের সাবেক ক্রিকেটার জহির রায়হান। তাঁরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া উপদেষ্টা মাহফুজের রহমান খেলা পরিচালনাকারী দুই জেলা আম্পায়ার মুশফিকুর রহমান ও দেবাশীষ ভৌমিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাসব সরকার, জেলা কোচ স্বদেশ মজুমদার, জেলা দলের সাবেক ক্রিকেটার জহির রায়হানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শিরোপা হাতে বিজয়ী দল
ছবি: বন্ধুসভা

নোয়াখালী বন্ধুসভার এ আয়োজনের ও বন্ধুদের মধ্যকার সৌহার্দ্যের প্রশংসা করে বাসব সরকার বলেন, বিপরীত দলের খেলোয়াড় হয়েও বন্ধুদের মধ্যকার মজা ও আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়া সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে নোয়াখালী বন্ধুসভার যেকোনো খেলাধুলার আয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, আয়োজক কমিটির সমন্বয়ক ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক প্রনয় মজুমদার। আয়োজনে সহযোগিতা করেছে গ্লোরী চায়নিজ রেস্টুরেন্ট।