প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহার

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জনসাধারণকে বৃক্ষের চারা উপহার দিচ্ছেন সাতক্ষীরার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গ্রামে গ্রামে গিয়ে আমগাছের চারা লাগিয়ে দিচ্ছেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা। তবে এই চারা একেবারে ফ্রিতে দেওয়া হচ্ছে না। যাঁরা চারা নিচ্ছেন, বিনিময়ে তাঁদের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য বন্ধুদের হাতে তুলে দিতে হচ্ছে। এই দেখে গ্রামের অনেকেই আসছেন পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে। নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক দিয়ে নিয়ে যাচ্ছেন আমগাছ। অনেকেই আবার বন্ধুদের দিয়ে বাড়ির আঙিনায় লাগিয়ে নিচ্ছেন চারা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে সাতক্ষীরা বন্ধুসভা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২৫ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর, ফিংড়িসহ বিভিন্ন গ্রামে হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া, ফজলিসহ নানা জাতের আমগাছ রোপণ ও বিতরণ করা হয়।

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহার
ছবি: বন্ধুসভা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিবছর গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছে বন্ধুসভার বন্ধুরা। এ বছর সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে ২৫০টি আমগাছ ও ১ হাজার তাল বীজ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রইচপুরে ১৫০ পরিবারের মধ্যে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে আমগাছ উপহার দেওয়া হয়। এ কার্যক্রমে সহযোগিতা করছে গাছের পাঠশালা।

এ দিন সকাল ১০টায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, কামরুজ্জামান ইব্রাহিম, প্রচার সম্পাদক তারিক ইসলাম, বন্ধু তানিসা তন্নি, তামিম বিল্লাহ, আবু তাহির, তায়েব হাসান, মো. পারভেজ প্রমুখ।

সভাপতি কর্ণ বিশ্বাস জানান, এই কর্মসূচি সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করবে। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারে সবাই সচেতন হবে। একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে বৃক্ষরোপণের পরিমাণও বাড়বে।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা