বগুড়া শহরের এসপি ব্রিজসংলগ্ন বস্তিতে বেড়ে ওঠা শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে বগুড়া বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ২০ শিশুকে নতুন রঙিন জামা উপহার দেওয়া হয়। ২৬ মার্চ প্রথম আলোর বগুড়া অফিসে এগুলো বিতরণ করা হয়। পরে শিশুদের নিয়ে ইফতার করেন বন্ধুরা।
নতুন জামা উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশু সুমাইয়া বলে, ‘হামার আব্বা গরিব মানুষ। মা মানুষের বাড়িত কাম করে। ঈদে হামাক জামা কিনে দেওয়ার সামর্থ্য নাই তারকেরে। জামাডা উপহার পায়্যা হামি খুব খুশি। ঈদের দিন নতুন জামাডা গাওত দিয়ে বন্ধুকেরে সঙ্গে শহরত ঘুরে বেড়ামু।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম, টান্সক্রাফট বগুড়া ছাপাখানার প্রকৌশলী আরিফুল ইসলাম, বগুড়া বন্ধুসভার উপদেষ্টা শফিকুল ইসলাম বিপুল, শাহীন কাদির, কামাল ইয়েনেনু টিংকু, মঞ্জুর কাদের, ডা. মনছুর রহমান, লেখক ও ছড়াকার আমির খসরু সেলিম ও ফাতেমা ইয়াছমিন, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার চন্দ্র, বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায়, সহসভাপতি নকীব হাসান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল গালিব খান, সাংগঠনিক সম্পাদক নুজহাত আশা, সহসাংগঠনিক সম্পাদক মাহির ফয়সাল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মিনহাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিশাত প্রমুখ।
সহসভাপতি, বগুড়া বন্ধুসভা