রিমঝিম বৃষ্টিস্নাত দিনে ৫ অক্টোবর এডাস্ট বন্ধুসভার বন্ধুরা ঢাকার পূর্বাচলের জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে একত্র হন। উদ্দেশ্য পাঠচক্র ও ‘কথায় আড্ডায় বন্ধুসভা’তে অংশগ্রহণ। দিনভর কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছিল, থামার যেন নামই নিচ্ছিল না। শরতের শেষ এই বৃষ্টি বন্ধুদের মনকেও এক আবেগঘন স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
প্রথম পর্বে ছিল মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বই নিয়ে পাঠচক্র। কারবালার হৃদয়বিদারক গল্প বন্ধুদের মনকে ভারাক্রান্ত করে তোলে। ভারী মনকে হালকা করতে পরবর্তী সময়ে শুরু হয় ‘কথায় আড্ডায় বন্ধুসভা’ পর্ব।
এই পর্বে নতুন বন্ধুদের বরণ করে নেওয়া হয়। ছিল স্মৃতিচারণা, কবিতা পাঠ, গান ও কৌতুক পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল ঘোরাফেরা, ছবি তোলা এবং নানা মজার কর্মকাণ্ড।
আড্ডায় উপস্থিত ছিলেন এডাস্ট বন্ধুসভার উপদেষ্টাগণ এবং সভাপতি সানজিদা আক্তার, সাবেক সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাকিব নূর, প্রচার সম্পাদক মিঠুন মিনহাজসহ অন্য বন্ধুরা।
সভাপতি, এডাস্ট বন্ধুসভা