ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসর

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

শামসুজ্জামান খান রচিত ‘বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ একটি গোলটেবিল আলোচনা’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ১৫ মার্চ বিকেলে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথ।

পাঠচক্রে বন্ধু মো. রাফি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পূর্ণ পাঠ করে শোনান। বন্ধু সাকিব আল হাসান ৭ মার্চের ভাষণের তাৎপর্য উপস্থাপন করেন। বন্ধু জান্নাতুল ইসলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণের গুরুত্ব তুলে ধরেন এবং হাবিবা খাতুনের আলোচনায় ওঠে আসে, ৭ মার্চের ভাষণ বাঙালির জাগরণের হাতিয়ার বিষয়টি।

পুরস্কার হাতে সেরা তিন পাঠক বন্ধু
ছবি: বন্ধুসভা

পাঠচক্র শেষে সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন মো. রাফি, সাকিব আল হাসান ও জান্নাতুল ইসলাম।

সবশেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক তাসিন আহমেদ, বন্ধু শাহাবুদ্দিন, মশিউর রহমান, শাকিল হাওলাদার, উজ্জল রহমানসহ অন্য বন্ধুসভা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা