নতুন জামা পেয়ে শিশুর মুখে হাসির ঝিলিক

কুমিল্লা বন্ধুসভার সহমর্মিতার ঈদের উপহার পেয়ে তাদের মুখে হাসির ঝিলিকছবি: বন্ধুসভা

‘হগলে আমরারে টোকাই কয়। কেউ আমরার খবর লয় না। আমরার লাইগ্যা ঈদ আর এহনকার দিন হমান। তয় এইবার মনের মইধ্যে ঈদের মতো লাগতাছে। আমরারে ঈদে পরনের লাইগ্যা নতুন জামা দিছে বন্ধুসভা। আল্লায় তারার ভালা করুক।’

২৮ মার্চ বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে কুমিল্লা বন্ধুসভার ঈদ উপহার পেয়ে এভাবেই কথাগুলো বলছিল ৯ বছর বয়সী শিশু জোবায়ের হোসেন। শুধু জোবায়ের হোসেনই নয়, এবারের ঈদে নতুন জামা পেয়ে কুমিল্লা নগরের ৩৫ শিশুর মুখে হাসির ঝিলিক দেখা গেছে। শিশুদের বেশির ভাগই কান্দিরপাড় ও টাউন হল থাকে।

কুমিল্লা বন্ধুসভার সহমর্মিতার ঈদ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন জানিয়ে কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন বলেন, ‘আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে শিশুদের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদ পরিণত হবে সহমর্মিতার ঈদে। কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে চেষ্টা করা হয়েছে ছিন্নমূল শিশুদের মুখে একটু হাসি ফোটানোর। আগামী দিনেও এ ধরনের মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা (জুয়েল), কুমিল্লা বন্ধুসভার সাবেক অর্থ সম্পাদক আবদুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিন মোস্তাফা, সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, যুগ্ম সম্পাদক মাহির বিন আইয়ুব, তাবাসুম নিধি, সহসাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দপ্তর সম্পাদক সাকিব হেসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অতনু ধর, প্রশিক্ষণ সম্পাদক শ্রাবণী দে, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পূজা রানী দাস, বন্ধু প্রমিত রায়, নাজমুল হাসানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা