প্রকৃতি হলো আমাদের মায়ের মতো

নোবিপ্রবি বন্ধুসভার পাঠের আসরছবি: সংগৃহীত

পরিবেশ, প্রকৃতি হলো আমাদের মায়ের মতো। মায়ের বিকল্প কিছু নেই। মা না থাকলেও হয়তো আমরা বেঁচে থাকি। কিন্তু পরিবেশ এমন যে এটি নষ্ট হলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। অথচ প্রতিনিয়ত আমরা পরিবেশদূষণ ঘটাচ্ছি। যা পৃথিবীকে দিনদিন হুমকির মুখে ফেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস অনুপযোগী হয়ে ওঠছে ধরিত্রী। তাই প্রতিবছর ৫ জুন জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন পাঠচক্রের আসর করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বন্ধুসভা। অনলাইন গুগল মিট অ্যাপে অনুষ্ঠিত পাঠের আসরের বিষয় ছিল ‘পরিবেশের ওপর দূষণের প্রভাব’। আলোচনা করেন সভাপতি আবু রায়হান, সহসভাপতি ইসরাত তারিফা এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নকীবুল হক।

সভাপতি আবু রায়হান অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে অনেক পরিবেশ দূষণ ঘটাচ্ছি। বর্তমান বিশ্বের জন্য একটি ভয়াবহ নাম সিঙ্গেল ইউজড প্লাস্টিক। আগেকার দিনে বিয়ে বা কোনো অনুষ্ঠানে কাচ বা সিরামিকের প্লেট ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে ওয়ানটাইম প্লেট-গ্লাস ব্যবহারের ফলে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে।’

বৃক্ষরোপণই পরিবেশ দূষণ রোধের একমাত্র উপায় না, উল্লেখ করে আবু রায়হান বলেন, ‘আমাদের কার্বন নিঃসরণের পরিমাণও কমাতে হবে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবেদুল হক, ম্যাগাজিন সম্পাদক সানজিদা ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা