রংতুলিতে স্বপ্নপূরণ

উপহার হাতে কিশোরীরা
ছবি: বন্ধুসভা

অর্থের অভাবে খুব ছোটবেলায় মাগুরা সরকারি শিশু পরিবারে ইতিকে রেখে যান তার মা-বাবা। ছোট্ট ইতি এখন কিশোরী। অনেক দিনের ইচ্ছা, মা-বাবার ছবি রংতুলিতে আঁকবে। কিন্তু রংতুলি কিনে দেবে কে! সামর্থ্য যে নেই।

ইতির মতো মাগুরা সরকারি শিশু পরিবারে বাস করা এমন আরও কয়েক এতিম কিশোরীর ইচ্ছাকে পূর্ণতা দিতে তাদের রংতুলি উপহার দিয়েছে মাগুরা বন্ধুসভা। ২২ সেপ্টেম্বর ১০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর হাতে ছবি আঁকার এই উপহারসামগ্রী তুলে দেন বন্ধুরা।

মাগুরা বন্ধুসভার অনন্য উদ্যোগ
ছবি: বন্ধুসভা

উপহারের মধ্যে ছিল রংপেনসিল, আর্ট খাতা, স্কেচ প্যান, ইরেজার, সার্পনারসহ অন্য শিক্ষাসামগ্রী। মাগুরা বন্ধুসভার সভাপতি শাহরিয়ার শুভ্র জানান, এমন মানবিক ও ভালো কাজের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা সব সময় থাকবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাবিহা মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, বন্ধু বরকত, অনিক, রোজানা ও নিথি।

সহসভাপতি, মাগুরা বন্ধুসভা