প্রথম আলো দেশকে ভালোবাসতে শেখায়

পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে প্রথম আলোর রজতজয়ন্তী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

২৫ বছরে সামান্যতম জনপ্রিয়তা কমেনি প্রথম আলোর। দীর্ঘ সময় ধরে একটি পত্রিকার এভাবে জনপ্রিয়তা ধরে রাখা বিরল ঘটনা। প্রথম আলো নিয়ে নানাজন নানা কথা বলতে পারে, কিন্তু আমরা যদি সর্বজনীন চিন্তুা করি, তাহলে দেখব প্রথম আলো এক নম্বরে। আমরা সঠিক খবরটি জানার জন্য সর্বশেষ প্রথম আলোর ওপর নির্ভর করি। প্রথম আলো নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছে তাদের সামগ্রিক কর্মকাণ্ড দিয়ে। সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটি হলো, প্রথম আলো আমাদের চিন্তাচেতনা বদলে দেয়। প্রথম আলো দেশকে ভালোবাসতে শেখায়।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ৭ নভেম্বর দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সুধীজনেরা এসব কথা বলেন। দেশ এগিয়ে নিতে ভবিষ্যতেও প্রথম আলো সমাজে অবদান অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। পঞ্চগড় বন্ধুসভার সহযোগিতায় এই সুধী সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাসনুর রশিদ বলেন, ‘আমি ২৫ বছর ধরে প্রথম আলো পড়ি। এখনো দেখি প্রথম আলো সবচেয়ে বেশি বিক্রি হয়। প্রথম আলো নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি, প্রথম আলো ভুল ধরিয়ে দিয়ে প্রকারান্তরে উপকারই করে।’

মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এহতেশামুল হক বলেন, ‘২৫ বছর একটি গুরুত্বপূর্ণ সময়। সেই জায়গাটিতে পৌঁছেছে প্রথম আলো। বিশেষ করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তারা। মানবিক জায়গা থেকে পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা মেধাবী কিন্তু এগোতে পারছে না, এমনকি চরাঞ্চলের মানুষের প্রতি প্রথম আলোর মানবিক যে জাগরণ, এটি আমাদের মনে নাড়া দেয়।’

উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘প্রথম আলোর মুক্তিযুদ্ধের চেতনায় সৃজনশীল চিন্তাচেতনা আছে বলেই ২৫ বছরে এসেও সবার শীর্ষে। শুধু সংবাদ প্রকাশই নয়, খেলাধুলা, পড়াশোনা, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সৃজনশীল দিক প্রথম আলোতে আমরা লক্ষ করি। এ জন্যই আমি এই প্রজন্মের শিক্ষার্থীদের প্রথম আলো বেশি বেশি পড়ার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, সাবেক সভাপতি সফিকুল আলম, প্রথম আলোর প্রতিনিধি রাজিউর রহমান ও পঞ্চগড় বন্ধুসভার সভাপতি রায়হান শরীফ প্রমুখ। পরে বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়াজন উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।