জাবি বন্ধুসভার পাঠচক্রে ‘অনিল বাগচীর একদিন’
শরতের শেষে চিরায়ত সবুজের সমারোহে ঝুম বৃষ্টির বিরাজমান স্নিগ্ধ বিকেলে পাঠচক্রের আসর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৫ সেপ্টেম্বর টিএসসির ১০ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই পাঠচক্রের বিষয় ছিল হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’।
শুরুতে উপন্যাসের পটভূমি নিয়ে আলোচনা করেন বন্ধু শ্রেয়শী বিশ্বাস। এই বইয়ে লেখক ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মানুষকে ধর্মের ভিত্তিতে আলাদা করা কিংবা হত্যা করার যে বৈষম্য এবং বর্বর চিত্র তা তুলে ধরেছেন। আরও তুলে ধরেছেন কীভাবে অনিল বাগচী নামের এক ভিতু যুবকও পাকিস্তান বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজের ভয়–ভীতিকে ত্যাগ করে সাহসী হয়ে ওঠে।
উপন্যাসটি পাঠের অভিজ্ঞতা বর্ণনা করেন বন্ধুরা। প্লট এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সহসভাপতি তাবাসসুম রিচিকা। মূলত অনীল বাগচীর ভীত অবস্থা থেকে পেরিয়ে পাকিস্তানি বাহিনীর সামনে তার যে প্রত্যুৎপন্নমতি, তাই সবাইকে মুগ্ধ করে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সুমাইয়া জামান, সাধারণ সম্পাদক অনুপ সরকার, প্রশিক্ষণ সম্পাদক মৃদুল পাল, অনুষ্ঠান সম্পাদক ইফরাত অক্ষর, সাংগঠনিক সম্পাদক রবিউল সানি, আব্দল্লাহ আল মামুন, বন্ধু হৃদয় আহমেদসহ আরও অনেকেই।
দপ্তর সম্পাদক, জাবি বন্ধুসভা